চট্টগ্রামে নতুন করে ৯৭৬ টি নমুনা পরীক্ষায় ২৭৪ জনের শরীরে আক্রান্ত শনাক্ত হয়েছে। সংক্রমণ হার করোনার চলমান প্রকোপের সর্বোচ্চ ২৮ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে উপজেলার ১১৪ জন ও নগরীর ১৬০ জন। ফলে এ অঞ্চলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৭ হাজার ১৫৪ জনে। এর মধ্যে নগরীর ৪৪ হাজার ৭৮৭ জন ও উপজেলার ১২ হাজার ৩৬৭ জন। এদিকে চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন নগরীর ও বাকী তিনজন উপজেলার বাসিন্দা। গত বছরের ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে ৬৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৪৬৬ জন ও উপজেলার ২০৫ জন। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে পাঁচজনের মৃত্যু হওয়ায় এ মাসের প্রথম ২৪ দিনে করোনায় মোট মৃতের সংখ্যা এখন ৪৯ জন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ২৯, ফটিকছড়িতে ১৭, আনোয়ারায় ১৫, মীরসরাইয়ে ১৪, সীতাকুণ্ডে ১০, রাউজানে ৮, বোয়ালখালীতে ৭, রাঙ্গুনিয়ায় ৪ জন, লোহাগাড়া ও পটিয়ায় ৩ জন করে, সন্দ্বীপে ২ জন এবং বাঁশখালী ও সাতকানিয়ায় ১ জন করে রয়েছেন। গত ২৪ ঘন্টায় সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ১৩৬ জন। এখন পর্যন্ত মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৪৮ হাজার ৬৭৪ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬ হাজার ৩৮১ জন এবং বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন ৪২ হাজার ২৯৩ জন। হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে নতুন যুক্ত হন ৩৫ জন। ছাড়পত্র নেন ৩০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ১৪২ জন।