শ্রমিকদের সাড়ে আঠারো লাখ টাকা অনুদান বিতরণ করলো চা বোর্ড

| শুক্রবার , ২৫ জুন, ২০২১ at ৮:৩৩ পূর্বাহ্ণ

দেশের চা বাগানের শ্রমিক ও শ্রমিক পোষ্যদের বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল থেকে ২০২০-২১ অর্থ বছরে ১৮ লাখ ৫৫ হাজার টাকা অনুদান প্রদান করেছে বাংলাদেশ চা বোর্ড। এবছর শিক্ষা গ্রহণে উৎসাহ প্রদান ও শিক্ষার মানোন্নয়নে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৪৬৯ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা কল্যাণ অনুদান, ১২৮ জন শ্রমিকের কন্যা বিবাহের জন্য অনুদান এবং বিশেষ কল্যাণ অনুদানের আওতায় ৩৯ জনকে অনুদানের অর্থ বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাস্থ মাজদিহি চা বাগানে শ্রমিকদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের (পিডিইউ) ভারপ্রাপ্ত পরিচালক ড. এ কে এম রফিকুল হক এসব কথা জানান। তিনি জানান, চা বোর্ডের বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম চা শিল্পের সামগ্রিক উন্নয়নে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছেন। এরই ধারাবাহিকতায় চা শ্রমিকদের কল্যাণে এ আর্থিক অনুদান প্রদান করা হল। ইতোমধ্যে বাগানগুলোতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান আকন্দ, সত্য নারায়ন ছত্রী, অনুদানপ্রাপ্ত চা শ্রমিক, শ্রমিক পোষ্য প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছারপোকার মতো কাউকে দলে ঢুকানো যাবে না
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় প্রাণ গেলো আরও ৫ জনের