বাঁশখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৫ জুন, ২০২১ at ৮:৩১ পূর্বাহ্ণ

বাঁশখালীতে আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে দুই পর্বে অনুষ্ঠিত সভায় প্রথম পর্বে সভাপতিত্ব করেন ইউএনও সাইদুজ্জামান চৌধুরী। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। সভায় করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। এছাড়া আসন্ন কোরবানির আগে যাতে গরু-ছাগল চুরি না হয় সেজন্য ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের চলমান উন্নয়ন কাজে বাঁশখালীর জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় না করায় ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুর রহমান মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভুঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্ম্‌দ মামুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উন্মুল ফারাহ বেগম তাজকিরা, সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক হীরু, মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ উপস্থিত ছিলেন।
এতে আরো অংশ নেন সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, সরল ইউপি চেয়ারম্যান রশীদ আহমদ চৌধুরী, কালীপুর ইউপি চেয়ারম্যান আ ন ম শাহাদত আলম, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান মো. কফিল উদ্দীন, শেখেরখীল ইউপি চেয়ারম্যান মো. ইয়াছিন সিকদার, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান মো. বদরুদ্দিন চৌধুরী, ছনুয়া ইউপি চেয়ারম্যান এম. হারুনুর রশিদ, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আহসাব উদ্দিন, কাথরিয়া ইউপি চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী, শীলকুপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ও সাংবাদিক কল্যাণ বড়ুয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকা ইনকের নির্বাচন
পরবর্তী নিবন্ধদায়িত্ব পালনে পেশাদারত্বের পরিচয় দিতে হবে