লকডাউন পরিস্থিতিতে বাড়িতে বা দূরবর্তী স্থানে অবস্থান করায় স্ব-স্ব মেডিকেল কলেজে টিকা নিতে যেতে পারছেন না অনেক শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে নিজ বাসস্থানের কাছাকাছি কোনো সরকারি মেডিকেল কলেজ কেন্দ্রে টিকা নিতে পারবেন মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য-শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোস্তফা খালেদ আহমদ স্বাক্ষরিত নির্দেশনায় শিক্ষার্থীর নিজ কলেজ কর্তৃপক্ষ ও বাসস্থানের নিকটবর্তী কলেজ কর্তৃপক্ষের পারস্পরিক সম্মতি সাপেক্ষে এ টিকাদান করা যাবে মর্মে উল্লেখ করা হয়েছে।
এর মাধ্যমে দেশের অন্যান্য অঞ্চলের মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে যারা বর্তমানে চট্টগ্রামের নিজ বাসস্থানে বা এলাকায় অবস্থান করছেন, তারা নিজ কলেজের সাথে যোগাযোগের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রে এ টিকা গ্রহণের সুযোগ পেতে পারেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।