ত্যাগের মনোভাব নিয়ে আ.লীগ নেতাকর্মীদের কাজ করতে হবে

রাউজানে আলোচনা সভায় ফজলে করিম এমপি

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ জুন, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

রাউজানে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভ্যার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্যের কথা স্মরণ রেখে নেতাকর্মীদের ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে। গতকাল বুধবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আ.লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী। তিনি বলেন, ছাত্র যুবকরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে নিজেদের তৈরী করতে হবে।
এতে প্রধান বক্তা ছিলেন রাউজান পৌর মেয়র ও যুবলীগ সাধারণ সম্পাদক জমির উদ্দীন পারভেজ। বক্তব্য রাখেন কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, স্বপন দাশ গুপ্ত, শাহা আলম চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, পৌর প্যালেন মেয়র বশির উদ্দিন খাঁন, জানে আলম জনি, চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, শাহাবুদ্দিন আরিফ, বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আবদুর জব্বার সোহেল, জসিম উদ্দীন, দীলিপ কুমার চৌধুরী, এডভোকেট সমীর দাশগুপ্ত, জসিম উদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম শাহাজান চৌধুরী, শওকত হাসান, আবদুর রহমান চৌধুরী, এস এম বাবর, রবিন্দ্র লাল চৌধুরী, হাসান মোহাম্মদ রাসেল, বাবুল মিয়া, আজাদ হোসেন, ইফতিহার উদ্দিন দিলু, মুছা আলম খান, সারজু নাছির, শওকত হোসেন, দিপলু দে দিপু, তপন দে, আবু ছালেক, জিল্লুর রহমান মাসুদ, সাখাওয়াত হোসেন পিবলু, অনুপ চক্রবর্তী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপারিবারিক কলহের জের পটিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধপটিয়ায় ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ৬