মানব সন্তানের মতই বৃক্ষের চারার পরিচর্যায় মনোনিবেশ ও দায়িত্ববান হতে হবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সামাজিক বনায়নের প্রসার প্রয়োজন। গতকাল বুধবার নগরীর রেডিসন ব্লু সংলগ্ন নার্সারি প্রাঙ্গনে এসডিজি ইয়ুথ ফোরামের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষের চারা রোপণ, বিতরণ ও পরিচর্যা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তর, চট্টগ্রামের উপ-পরিচালক প্রজেষ কুমার সাহা উপরোক্ত কথাগুলো বলেন। এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে চট্টগ্রাম জেলার প্রায় শতাধিক সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্লাবের মাঝে বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, কোতয়ালী জোনের কর্মকর্তা জাহান উদ্দীন, এসডিজি ইয়ুথ ফোরামের মিনহাজুর রহমান শিহাব, আজিজুল হাসান, বিপ্লব চৌধুরী, মাহিন উদ্দীন, মোক্তার আলী বিপ্লব, ইমরান হোসেন সাখাওয়াত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












