পোর্টেবল এক্স-রে মেশিন পেল জেনারেল হাসপাতাল

কমবে আইসিইউ রোগীদের ঝক্কি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ জুন, ২০২১ at ৫:৪০ পূর্বাহ্ণ

পোর্টেবল ডিজিটাল এক্স-রে মেশিন পেল চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। এই মেশিনের সবচেয়ে বড় সুবিধা মেশিনটি যে কোন জায়গায় স্থানান্তর করা যায়। এর ফলে আইসিইউতে চিকিৎসাধীন জটিল রোগীরাও এখন থেকে সহজে এই এক্স-রে সেবা পাবেন। এক্স-রে পরীক্ষার জন্য জটিল রোগীদের আর টানা-হ্যাচড়া বা ছুটোছুটি করার প্রয়োজন পড়বে না। জটিল রোগীদের জন্য এটি অনেক বড় সুবিধা হিসেবে দেখছেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। গত সপ্তাহে মেশিনটি পেলেও বুধবার থেকে এর সেবা চালু করা হয়েছে জানিয়ে সিভিল সার্জন বলেন, মেশিনটি পাওয়ার পর সংশ্লিষ্ট টেকনিশিয়ানকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর বুধবার থেকেই এ মেশিনের সেবা চালু করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা ইউএনএফএও-এর উদ্যোগে এ মেশিনটি দেয়া হয়েছে জেনারেল হাসপাতালে। পোর্টেবল এই ডিজিটাল এক্স-রে মেশিনের মূল্য প্রায় ২৮ লাখ টাকা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধএকমাসে অর্ধশতাধিক ছিনতাই