চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিভিন্ন বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকদের জন্য ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক’ শীর্ষক দিনব্যাপি কর্মশালা গতকাল চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। কর্মশালায় সভাপতিত্ব এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন।
এতে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আলোকিত মানুষ গড়ার কারিগর। তাঁদের নিজেদের জ্ঞান-গবেষণাকে অধিকতর সমৃদ্ধ করতে এবং কর্মক্ষেত্রের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি দূর করতে এ ধরনের কর্মশালায় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এ কর্মশালায় পারস্পরিক ধারণা বিনিময় ও জ্ঞানের আদান-প্রদানের ফলে অংশগ্রহণকারীদের নিজেদের জ্ঞান ভান্ডার অধিকতর সমৃদ্ধ হবে।
আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরীর সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস. এম. মনিরুল হাসান এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. সুমন গাঙ্গুলী। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সভাপতি এবং ইনস্টিটিউটের ৫৪ জন পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।