উৎসের নাট্য কর্মশালার সমাপনী অনুষ্ঠান

| বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

বেসরকারী উন্নয়ন সংগঠন ইউনাইট্‌ থিয়েটার ফর সোশ্যাল অ্যাক্‌শন্‌ (উৎস)-এর ‘থিয়েটার ট্রেনিং ইউনিট আয়োজিত ৩ দিনব্যাপী নাট্য কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান গত ২০ জুন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উৎসের নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা। কর্মশালার সমন্বয়ক মো. সুমন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়ক বিভাশ কুমার, প্রকল্প সমন্বয়ক মুহাম্মদ শাহ আলম, প্রোগ্রাম অফিসার সাফিয়া বেগম। প্রধান অতিথি বলেন, অতিমারীর কারণে মানুষ এখন ঘর বন্দি। বিনোদনের কোন জায়গা নেই। মানুষকে বিশেষ করে কিশোর-কিশোরী ও যুবদের সৃজনশীলতার দিকে ধাবিত করতে আমাদের এই নাট্য কর্মশালার আয়োজন। আগামীতে ৩ মাসের একটি লং কোর্স আয়োজনের পরিকল্পণা আমাদের রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনৈরাজ্য সৃষ্টি করলে কঠোরভাবে দমন করা হবে : নওফেল
পরবর্তী নিবন্ধ‘পর্যটন শিল্প এবং কৃষির উন্নয়নে পাল্টে যাবে পার্বত্যবাসীর ভাগ্য’