নৈরাজ্য সৃষ্টি করলে কঠোরভাবে দমন করা হবে : নওফেল

| বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

নগরীর ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের অন্তর্গত আবদুল লতিফ হাটখোলা এলাকায় গতকাল মঙ্গলবার বড় মৌলভী বাড়ি কবরস্থান পরিদর্শন করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। কবরস্থান এলাকা পরিদর্শন শেষে ১১ জুন সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ ও আহত মাসুদ, আব্দুল্লাহ কায়সার, মুরাদ, ফয়সাল, জাহাঙ্গীর, মান্নান শহীদুল্লাহ শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন শিক্ষা উপমন্ত্রী। মতবিনিময়কালে স্থানীয় সাংসদ মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ মানুষের উপরে হামলা করা হলে তা কখনো সহ্য করা হবে না। এই এলাকার মানুষ শান্তি প্রিয়, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে কেউ যদি চাঁদাবাজি করার চেষ্টা করে তাদের কঠোরভাবে দমন করা হবে। মতবিনিময় কালে উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমদ ইলিয়াস, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর হারুনুর রশিদ, ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ বাহাদুর, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের মোনাফ হাজী, বাকলিয়া থানার অফিসার ইনচার্জ রুহুল সবুজ, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী, পূর্ব বাকলিয়া আব্দুল লতিফ হাট সমাজ কমিটির সভাপতি ইসমাইল, হাজী মহসিন, এমদাদ উল্লাহ, আব্দুল মাবুদ, এডভোকেট ইব্রাহিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউসিটিসি ইংরেজি বিভাগের প্রথম গ্র্যাজুয়েট ব্যাচকে সংবর্ধনা
পরবর্তী নিবন্ধউৎসের নাট্য কর্মশালার সমাপনী অনুষ্ঠান