চসিক প্রধান প্রকৌশলীর সাথে ঠিকাদার সমিতির মতবিনিময়

| বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:৪০ পূর্বাহ্ণ

চসিক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিকের সাথে তার দপ্তরে চসিক ঠিকাদার সমিতির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা গত ২১ জুন অনুষ্ঠিত হয়। সভায় লাইসেন্স নবায়ন ফি পুনমূল্যায়ন, বর্তমান বাজারদরে সিডিউল করা, এলটিএম পদ্ধতি চালু করা সহ ৮টি সুনির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা হয়।
প্রকৌশলীদের পক্ষে উপস্থিত ছিলেন মো. কামরুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মো. আবু সালেহ, মো. শাহিনুল ইসলাম, মোহাম্মদ জসিম উদ্দিন। ঠিকাদার সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সৈয়দ মাহমুদুল হক, সাধারণ সম্পাদক আবু ফরহাদ চৌধুরী মো. আবুল কালাম, মো. তৌহিদুল ইসলাম, মো. ইফতেখার হোসেন, রেজাউল করিম সিদ্দিকী শাহীন, শাহ সেলিম খালেদ, মো. নেছার আহমেদ, আসহাব রসূল চৌধুরী, মো. ফরিদ উদ্দিন, মো. আতিক উল্লাহ, মো.নাছির তালুকদার, এ কে এম বখতিয়ার, মোহাম্মদ আমির উদ্দিন, মো. ইসমাইল হোসেন, এম এ হান্নান, মো. বেলাল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলালখান বাজার ওয়ার্ডে অনলাইনে সনদের কার্যক্রম উদ্বোধন
পরবর্তী নিবন্ধপ্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনভূমি প্রয়োজন : নদভী