ছুটিতে আসা হাজারো প্রবাসীর বিক্ষোভ

টিকা নিশ্চিতের দাবি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:১৮ পূর্বাহ্ণ

নগরীর আগ্রাবাদে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সামনে করোনা টিকার দাবিতে বিক্ষোভ করেছে হাজারো প্রবাসী। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত তারা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা বলেন, সিভিল সার্জন কার্যালয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজের ভ্যাকসিন কেন্দ্র থেকে তাদের জনশক্তি অফিসে পাঠানো হয়েছে। জনশক্তি কার্যালয় থেকে অনুমতি দিলে তারা ভ্যাকসিন দিতে পারবেন। এ সময় তারা করোনার জন্য ছুটিতে এসে দেশে আটকা পড়েছেন বলে জানান। ভ্যাকসিন না দেওয়ায় তাদের সে দেশে ফেরত নিচ্ছে না বলেও অভিযোগ করেন। পরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের উপপরিচালক জহিরুল আলম মজুমদারের কাছে কোভিড টিকার দুই ডোজ অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার দাবিতে স্মারকলিপি দেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে জহিরুল আলম মজুমদার বলেন, করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার বিবেচনায় প্রবাসীরা তৃতীয় স্থানে আছেন। কিন্তু সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে। সেটি চালু হলে সমস্যা থাকবে না। এছাড়া প্রবাসীদের আরও যেসব সমস্যার কথা তারা বলেছেন, সেগুলো নিরসনে মন্ত্রণালয় কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধদ্রুত কার্যকরি পদক্ষেপ গ্রহণের দাবি সুজনের
পরবর্তী নিবন্ধসাড়ে ৬ লাখ টাকা বকেয়া পৌরকর ও ট্রেড লাইসেন্স ফি আদায়