ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গত রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার সকালে তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, সীতাকুণ্ডের দক্ষিণ ছলিমপুর এলাকার মৃত ফকির চন্দ্র নাথের ছেলে সুজন চন্দ্র নাথ (৩২) এবং সমাদরপাড়া আবাসিক এলাকার মৃত আবুল কাসেমের ছেলে মো. ফারুক (৩৬)। তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন, র্যাব-৭ এর উপ-অধিনায়ক (মিডিয়া) মেজর নাসির উল হাসান খান। র্যাব কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়ারী এলাকায় অভিযান চালানো হয়। এসময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের শরীর তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।