আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল জাব্বার তালুকদারের ছেলে জাবিল মাহতাব সৈকত (১৬) আর নেই। মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে সে গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করে (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ মঙ্গলবার সকাল ১০ টায় নিজ বাড়ি চুন্নাপাড়া গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সৈকতের মামা কামরুল ইসলাম জানায়, গত রমজানে সৈকতের শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়লে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে গত সপ্তাহে চট্টগ্রাম নিয়ে আসা হয়। তার রক্তের গ্রুপ ছিল ও নেগেটিভ। দুই বোন, দুই ভাইয়ের মধ্যে সৈকত ছিল সবার ছোট। সে দশম শ্রেণির শিক্ষার্থী।