জনকল্যাণমূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মহিলাকে ঢেউ টিন প্রদান করা হয়। গতকাল সোমবার দুপুরে পটিয়া উপজেলার বিধবা মহিলা সৈয়দুন্নিসার ঘর মেরামতের জন্য ঢেউ টিন হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিষ্ঠা ফাউন্ডেশনের প্রকাশনা সম্পাদক শাহজাদা সৈয়দ বদরুল হক চিশতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আঞ্জুমানে মুহিব্বানে চিশতিয়ার সেক্রেটারি আলহাজ সেলিম উল্লাহ এবং শুকছড়ি দরবারের খাদেম মুহাম্মদ মুনির প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই নিষ্ঠা ফাউন্ডেশন কাফন-দাফন, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা, খাদ্য সামগ্রি বিতরণ ও সচেতনতা সৃষ্টিসহ মানবকল্যাণমূলক কাজগুলো করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ একজন বিধমা মহিলার ঘরের জন্য ঢেউ টিন দেওয়া হয়েছে। তাছাড়া একজন গৃহহীনকে ঘর তৈরি করে দেয়া, দুইজন অসুস্থ ব্যাক্তিকে চিকিৎসায় অনুদান দেয়াসহ নানা মানবিক কাজ করে যাচ্ছে। সমাজের মানবিক মানুষগুলোর আন্তরিক সহযোগিতায় এ সব কাজ করা সম্ভব হচ্ছে। আশা করি, সকলের সার্বিক সহযোগিতায় আগামীতেও আমাদের মানবিক কাজ অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।