ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আজ মঙ্গলবার রাতে দুটি খেলা অনুষ্ঠিত হবে। গ্রুপ-‘ডি’ এর খেলায় মুখোমুখি হবে ক্রোয়েশিয়া এবং স্কটল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১টায় এ খেলা অনুষ্ঠিত হবে স্কটল্যান্ডের গ্লাসগোতে। একই গ্রুপের অপর খেলায় ইংল্যান্ড এবং চেক প্রজাতন্ত্র পরস্পরের মুখোমুখি হবে। এ খেলাটিও বাংলাদেশ সময় রাত ১টায় লল্ডনে অনুষ্ঠিত হবে। এ দুটি খেলা সনি টেন-১ ও সনি টেন-২ চ্যানেলে দেখা যাবে।