কেইপিজেডে দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ২২ জুন, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড) গত রোববার দেশের বৃহত্তম সৌর বিদ্যুত প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১৬ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই প্রকল্পে প্রাথমিক ব্যয় হয়েছে ১৩৬ কোটি টাকা। পর্যায়ক্রমে এখানে ৪০ মেগাওয়াট পর্যন্ত উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে বলে কেইপিজেড সূত্র জানায়।
রোববার কেইপিজেডে সৌর বিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেউন, কোরিয়ান ইপিজেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কিহাক সং। কেইপিজেড সূত্র জানায়, সৌর বিদ্যুত প্রকল্প থেকে প্রাপ্ত বিদ্যুতে কেউপিজেডের অভ্যন্তরীণ অলোকসজ্জার কাজ চলবে। আগামী অক্টোবর নাগাদ এই প্রকল্পে আরো ৪ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। আগামী বছর সবমিলিয়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। এটি বিশ্বের বৃহত্তম একক ছাদ সৌরবিদ্যুৎ প্রকল্প বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, বিশাল এই সৌর বিদ্যুৎ প্রকল্প কেউপিজেডের জন্য একটি বড় সুখবর। পরিবেশ বান্ধব সৌরবিদ্যুৎ প্রকল্প এখানকার শিল্পায়নকে আরো বেগবান করবে। ২০৪১ সালের মধ্যে ৪% পুনঃনবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা তা কেইপিজেডের এই প্রকল্পের মাধ্যমে আরো এক ধাপ এগিয়ে গেল।

পূর্ববর্তী নিবন্ধকাস্টমসে ৪৬ লট পণ্যের নিলাম হয়নি
পরবর্তী নিবন্ধবিদেশি বিনিয়োগ কমেছে ১১ শতাংশ