বাংলাদেশ মানবাধিকার কমিশন কেন্দ্রিয় কমিটির গভর্নর ও বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি আমিনুল হক বাবুর পূর্বমাদার বাড়ীস্থ কার্যালয়ে বন্দর থানা শাখা বাংলাদেশ মানবাধিকার কমিশন নেতৃবৃন্দের এক সভা আজ সন্ধ্যায় সভাপতি মোজামমেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি মোহাম্মদ হোসেন, মো. রফিক, মো. ফারুক, আবদুল্লাহ আল মামুন, মো. হাছান, মোসাদদেক বাহাদুর, খোকন চন্দ্র দে, হাজী নবীদুল আলম, মো. ইদ্রিস, মো. জাহাঙ্গীর, মো. রানা, মোহাম্মদ আশরাফুল আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ। আমিনুল হক বাবু এ সময় বিএইচআরসি বন্দর থানা শাখার মাসিক সভা নিয়মিত করার নির্দেশ প্রদান করেন এবং লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান জানান। সর্বোপরি যেখানে মানবাধিকার লঙ্ঘন সেখানো ঝাপিয়ে পড়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।










