কৌশলের খেলা কারাতে এখন বাংলাদেশে বেশ জনপ্রিয়। এই খেলাটি এক সময় কেবলই আত্নরক্ষার কৌশল হিসেবে ছিল। কিন্তু কালের পরিক্রমায় এই খেলাটি থেকে পদক জিতে আসছে বাংলাদেশের কারাতেকাররা। আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের সুনামও উজ্জ্বল করছে কারাতেকাররা। তাই পড়ালেখার পাশাপাশি কারাতে শিক্ষা স্কুল কলেজে বাধ্যতামুলক করা প্রয়োজন মনে করছে বিশেষজ্ঞরা। কারাতের মাধ্যমে নারীরা নিজেদের সুরক্ষার উপাই পেয়েছে। আবার ক্যারিয়ার হিসেবেও কারাতেকে বেছে নিচ্ছে অনেকেই। কারন কারাতের মাধ্যমে সমাজে মাথা উচু করে দাড়ানোর সুযোগ রয়েছে। কারাতের মাধ্যমে শারিরীক এবং মানসিক উৎকর্ষ সাধিত হয়। করোনার কারণে যখন স্কুল কলেজ বন্ধ হয়ে ছাত্র-ছাত্রীরা বাসায় অলস সময় কাটাচ্ছিল তখন সুস্থ ও রোগমুক্ত জীবনের দানের জন্য বাংলাদেশের কারাতে কোচরা অনলাইনে কারাতে ক্লাস করিয়ে একঘেয়েমি রোধ সহ ছেলেমেয়েদের সুস্থ রাখার চেষ্টা করে যাচ্ছে। । সব খেলাধুলা বন্ধ থাকলেও কারাতে প্রশিক্ষন বন্ধ ছিলনা। ফলে কারাতে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে এ দেশে।
শুধু তাই নয় কারাতেকে খেলা হিসেবে নিয়ে নানা সময় আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতা থেকে পদক জিতে আসে বাংলাদেশের খেলোয়াড়রা। সবশেষ নবম এস এ গেমস থেকে ৩টি স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। কোনো ধরনের অস্ত্র ছাড়া শুধু মাত্র দুই হাতকেই অস্ত্র বানিয়ে নিজের আত্মরক্ষা করার জন্য কারাতের উদ্ভাবন হয়। অন্য যেকোন গেমসে একজন পার্টনার ও ইক্যুইপমেন্ট লাগে। কিন্তু কারাতে শেখা বা খেলা যায় হাত ও পা দ্বারা।
কারাতে অনুশীলনের মাধ্যমে আত্নবিশ্বাস বাড়ে, মানসিক চিন্তাভাবনার উন্নতি ঘটে। সবচাইতে বড় কথা বর্তমানে নারীদের নিজেদের সুরক্ষার সবচাইতে বড় হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে এই কারাতেকে। তাই দেশের বিশাল জনগোষ্ঠির কথা চিন্তা করে কারাতেকে আরো মানুষের কাছে পৌঁছাতে পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।