প্রকাশ পেয়েছে তরুণ কথাসাহিত্যিক মাহতাব হোসেনের গীতিকবিতায় ‘বৃষ্টিতে তুমি এলে’ শিরোনামের গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন সোহেল রাজ। গানটি ইতোমধ্যে ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিওউবে মুক্তি পেয়েছে। গানের সঙ্গে রয়েছে একটি মিউজিক ভিডিও, যেখানে চিত্রায়িত হয়েছে শব্দমালার বাস্তবচিত্র। এটি সোহেল রাজ বানিয়েছেন। শিল্পী জানান, বৃষ্টিমগ্ন এই সময়ে গানের কথামালায় উঠে এসেছে প্রেম, বিচ্ছেদ আর রৌদ্র-দগ্ধ শহর হয়ে ওঠার পূর্বের নগর। উঠে এসেছে শহরতলি ছাড়িয়ে দূর বহূ দূরের কোনো বন্দরের একলা বারান্দায় দাঁড়িয়ে থাকা এক তরুণীর কল্পচিত্র। মাহতাব হোসেন বলেন, একটা গল্পকে মাথায় সাজিয়ে গানটা লেখার চেষ্টা করেছি। হয়তো একটা চিত্র ফুঁটে উঠেছে। সোশ্যাল প্ল্যাটফরমে দেখলাম ইতিবাচক মন্তব্য। তবে সেসবের ওপর পুরোপুরি ভরসা না করে সৃষ্টিকে সময়ের ওপর ছেড়ে দিতে হয়। দেখা যাক কেমন হলো। সোহেল রাজ বলেন, বেশ চমৎকার কথামালার একটি গান করলাম। কিছু গান করে তৃপ্তি থাকে অনেকটা সময়, এটা এমনই একটা গান। জানি না কেমন গেয়েছি, কিন্তু আমার নিজের তো শুনতে ভালো লাগছে। যেন সুরের মধ্যে একটা গল্প বলে গিয়েছি। ভিডিওচিত্রের মডেল হয়েছেন সোহেল রাজের সঙ্গে বর্ষা বৈরাগি, এথিনা রায়। গানের ভিডিওটি মুক্তি পেয়েছে ব্লুজ এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।