ধৈর্যের চেয়ে বড় কোন গুণ আছে কিনা আমার জানা নেই! ক্ষমার চেয়ে বড় কোনো শান্তির খোঁজ আছে কিনা আমার জানা নেই! ধৈর্য ধরে কাউকে ক্ষমা করাতে একটা আত্মতৃপ্তি রয়েছে, নিজের আত্মার শান্তি রয়েছে। অন্যকে ক্ষমা না করে রাগ অভিযোগ মনে জমিয়ে রাখলে নিজের ভিতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, নিজেকে খুব নগন্য মনে হয়, ছোট মনে হয়, নিজের উপর আস্থা হারিয়ে যায়। মনে রাখবেন আমাদের জন্ম এসবের জন্য হয়নি! কে ভালোবাসলো কে ঘৃনা করলো, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমিতো সৎ আছি, নিজের কাজগুলো ঠিকমতো করছি, কাউকে ঠকাচ্ছিনা,কারো হক খাচ্ছি না, একজনের কথা অন্যজনকে লাগিয়ে সম্পর্ক নষ্ট করছিনা, নিজের দায়িত্ব পালনে অবহেলা করছিনা,সর্বোপরি নিজের আত্মার কাছে পরিষ্কার থাকছি এটাই বড় কথা। পৃথিবীতে আসছি একা,পৃথিবী থেকে যাবো একা। আল্লাহর কাছে গিয়ে আমাকে আমার হিসাবটাই দিতে হবে। তো কে কি করলো কি বললো তাতে আমার কিছু ভেবে কষ্ট পাওয়া বা খুশি হওয়ার কিছু নেই। এই পৃথিবীটাই আসলে মিথ্যা মায়ায় ভরা। তাই নিজেকে ভালো রাখতে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে ধৈর্য ধরে সবাইকে ক্ষমা করে দিবেন প্রতি নিয়ত। যে যতবড় আঘাতই করুক ভেঙে পড়বেন না, চুপ থাকুন আর আল্লাহর কাছে দোয়া করুন যারা আজকে বিনা কারণে ভুল বুঝলো আল্লাহ যেনো তাদের বুঝার তৌফিক দেন।
মনে রাখবেন আল্লাহ সুবহানাল্লাহ যখন আমাকে দুনিয়ায় একা পাঠিয়েছেন আবার একা উঠিয়ে নিবেন, তাহলে আল্লাহ সুবহানাল্লাহ আমার মধ্যে সেই দমটাও দিয়েছেন যেনো সর্বাবস্থায় আমি শক্ত থাকতে পারি এবং বলতে পারি সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। হে আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, ধৈর্য ধরার ক্ষমতা দেন, সহ্য ক্ষমতা দেন, সবার গুনাহ মাফ করে ভালো পথে হাঁটার সুযোগ করে দেন, সবাইকে শান্তিতে রাখুন।