নগরীর পাহাড়তলী থানার কাট্টলি টোল রোডে কন্টেনারবাহী একটি ট্রেইলরের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো.আরিফ (২২) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ রাঙ্গুনিয়ার জঙ্গল বগাবিল এলাকার নুরুল আবসারের ছেলে। প্রত্যক্ষদর্শী মো. হারুন বলেন- বন্দর থেকে কন্টেনার বোঝাই ট্রেইলরটি ঢাকা যাওয়ার সময় কাট্টলী টোল রোডে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেইলরটির হেলপার হারুন গুরুতর আহত হলে আমরা হাসপাতালে নিয়ে যাই। ট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া আজাদীকে জানান, বন্দর থেকে পণ্য নিয়ে যাওয়ার সময় ট্রেইলরের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুপুর দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে নেয়া হয়েছে।










