চট্টগ্রামে নৌ-পরিবহন অদিধপ্তরের মহাপরিচালক কমোডর এজেএম জালাল উদ্দিন বলেছেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নৌ খাতের শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাজস্ব বৃদ্ধিতে নৌ দপ্তরের ব্যবস্থাপনাকে আরও যুযোগযোগী করতে হবে। তাছাড়া হয়রানি রোধে অনলাইন কার্যক্রম আরও বাড়াতে হবে। গতকাল শনিবার সকাল ১১টায় আগ্রাবাদ সিজিএ বিল্ডিংয়ে নৌ-বাণিজ্য দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন মো. গিয়াসউদ্দিন আহমেদ, সিনিয়র নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন শেখ মো. জালাল উদ্দিন গাজী, নৌ প্রকৌশলী মো. রফিকুল আলম, নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন গ. ম. মোস্তাফিজুর রহমান, ইলেকট্রনিক ইজ্ঞিনিয়ার মো. বাহারুল ইসলাম, প্রধান বাতিরক্ষক দেলোয়ার হোসেন, সরকারী সমুদ্র পরিবহন অফিসের প্রধান শিপিং মাস্টার জাকির হোসেনসহ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। পরে নৌ-পরিবহন অধিদপ্তরের সাথে নৌ বাণিজ্য দপ্তরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হয়।