রেলওয়ে বিট পুলিশিং সভা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২০ জুন, ২০২১ at ১২:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম রেলওয়ে জেলার আওতাধীন থানা ও ফাঁড়ির উদ্যোগে বিট পুলিশিং কার্যক্রম চলমান রয়েছে। গত ১৮ জুন ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ি, সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ি এবং ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উদ্যোগে এবং ১৯ জুন চট্টগ্রাম রেলওয়ে থানা ও চাঁদপুর রেলওয়ে থানার উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ, বিনা টিকিটে যাত্রী পরিবহন, ট্রেনে পাথর নিক্ষেপ, চোরাচালান ও মাদক পরিবহন বন্ধে উপস্থিত সকলের সহযোগিতা চাওয়া হয় এবং এসব কর্মকাণ্ডের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। এসব বিষয়ে কারো কাছে কোন গোপন সংবাদ থাকলে তা রেলওয়ে পুলিশকে অবহিত করার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করা হয়। এছাড়াও সভায় কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ করে মাস্ক বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে প্রবাসীর ঘরে ডাকাতি
পরবর্তী নিবন্ধমানবকল্যাণে নিয়োজিত থাকাই মনুষ্যত্বের দাবি