ফটিকছড়িতে প্রবাসীর ঘরে ডাকাতির ঘটনায় ২৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা ও ১৫ টি মোবাইল সেট লুট করার খবর পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ফটিকছড়ি পৌরসভার ৯নং ওয়ার্ডের উজির আলী জমাদার বাড়ীর কাতার প্রবাসী আব্দুল হালিমের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় সূত্র জানায়, ফটিকছড়ি পৌর সদরের উজির আলী জমাদার বাড়ির মৃত নুরুল ইসলামের ৬ ছেলে কাতার প্রবাসী। রাত ২টার দিকে প্রচণ্ড বৃষ্টির সময় ঘরের মূল ফটকের তালা ভেঙে ১০/১২ জন ডাকাতদল ঘরে প্রবেশ করে। পরে ঘরের সবাইকে একটি কক্ষে এনে বন্দি করে প্রতিটি কক্ষে গিয়ে বেশকয়েকটি আলমিরা ভেঙে নগদ ৫ লাখ টাকা, ২৮ভরি স্বর্ণালাংকার ও নামিদামী ব্রান্ডের ১৫ টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ডাকাতির খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় গৃহকর্তা বাদী হয়ে মামলা করেছে।












