চেরাগী পাহাড়স্থ কদম মোবারক এম.ওয়াই স্কুল মিলনায়তনে গত ১৮ জুন বরেণ্য শিল্পী সোলস্ ব্যান্ড দলের প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত ড্রামার সুব্রত বড়ুয়া রনির স্মরণে চাঁটগাইয়্যা নওজোয়ানের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহিল সিরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এডভোকেট মহিবুল্লাহ চৌধুরী, মহিলা কাউন্সিলর আনজুমান আরা, জেকব ডায়েস, মোহাম্মদ আলী, চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সভাপতি প্রবীর দত্ত সাজু, সমর বড়ুয়া, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, গিয়াস উদ্দিন, ইলিয়াছ ইলু, মঞ্জুর আলম, আনোয়ার হায়দার রাজিন, রেজাউল করিম মানিক, জাহিদ তানসির, নুর জামাল চৌধুরী, শিপন দাশ। এতে আরো উপস্থিত ছিলেন জানে আলম জনি, মোজাহেরুল ইসলাম, রায়হান সুলাতানা নিহা, সীমা সেন, আবুল কালাম, ওমর আলী রনি, সাফাত ইব্রাহীম, তফসীর এলাহী চৌধুরী, সাবিনা ইয়াছমিন তুলি, মাহাবুবা রহমান শিপু, রূপা রোজালিন, এবিএম মাসুদ, মনির হোসেন, সাইফ উদ্দিন, সাবরিনা সাবা প্রমুখ।
স্মরণসভায় বক্তারা বলেন, সুব্রত বড়ুয়া রনির মৃত্যুতে চট্টগ্রাম সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সুব্রত বড়ুয়া রনির বিদেহী আত্মার শান্তি কামনায় সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।