স্বস্তির জয় পেলো আর্জেন্টিনা

| রবিবার , ২০ জুন, ২০২১ at ১১:১৯ পূর্বাহ্ণ

হতাশা করা ড্রয়ে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। সে ড্রয়ের পর গতকাল শনিবার জয়ের দেখা পেল মেসিরা। গিদো রদ্রিগেসের দারুণ হেডে শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে দারুণভাবে সামাল দেয় উরুগুয়ের আক্রমণ। ব্রাজিলের মানে গারিঞ্চা স্টেডিয়ামে গতকাল ‘বি’ গ্রুপের ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছে উরুগুয়েকে। এর আগে তিনটি ম্যাচে ড্র করে আর্জেন্টিনা অন্য প্রতিযোগিতা মিলিয়ে। সুয়ারেজ,কাভানিদের মতো অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে পূর্ণশক্তিতে নামে উরুগুয়ে। চিলির বিপক্ষে ১-১ ড্র করা দলে চারটি পরিবর্তন আনেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। দলে ফেরা খেলোয়াড়দের একজন রদ্রিগেস গড়ে দেন ব্যবধান। আক্রমণ দিয়ে শুরু করা আর্জেন্টিনা প্রথম সুযোগ পায়। সপ্তম মিনিটে লিওনেল মেসির বাঁ পায়ের ট্রেডমার্ক শট ফিরিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা। ফিরতি বলে ঠিক মতো শট নিতে পারেননি লাউতারো মার্তিনেস। দুই মিনিট পর রদ্রিগো দি পলের ক্রসে ক্রিস্তিয়ান রোমোরোর হেড ঠেকিয়ে দেন মুসলেরা। দ্বাদশ মিনিটে আর পারেননি তিনি। মেসির দারুণ ক্রসে রদ্রিগেসের হেড পোস্টের ভেতর দিকে লেগে অতিক্রম করে গোল লাইন। এই মিডফিল্ডারের প্রথম গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ২৭তম মিনিটে প্রতি আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণের সুযোগ আসে আর্জেন্টিনার সামনে।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল ক্রীড়া চক্রের নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৬, একজনের মৃত্যু