অনুপ্রবেশকারীদের ঠেকাতে আরো কঠোর হতে হবে : তথ্যমন্ত্রী

আজাদী প্রতিবেদন | রবিবার , ২০ জুন, ২০২১ at ১০:২০ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সমপ্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ পরপর তিনবার ক্ষমতায় আসায় কিছু সুবিধাবাদী-সুযোগ সন্ধানী লোক দলের মধ্যে ঢুকে পড়েছে। এসব অনুপ্রবেশকারীদের ঠেকাতে আমাদের আরো কঠোর হতে হবে। সবাইকে দলে আনা যাবে না। অনেকেই দলের লেবাস ধরে প্রবেশ করতে চাইবে। এদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। গতকাল নগরীর লালখান বাজারস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বেলা ১২টায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভার্চুয়াল সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মহামারি করোনা ভাইরাসের মধ্যেও মানুষের মাথাপিছু আয় বেড়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। এরপরও দেশের এক শ্রেণির মানুষ অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিয়ত মিথ্যা বক্তব্য দিয়ে যাচ্ছেন। জনগণকে বিভ্রান্ত করছেন। জনগণ এ মিথ্যাচার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এই ভার্চুয়াল সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সঞ্চার হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ সব সময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। অসহায় কৃষকের বিনামূল্যে ধান কেটে দিয়েছে। করোনার সময় মানুষকে সাহায্য করেছে, যা ইতোমধ্যে দেশে আলোড়ন তৈরি করেছে। এখন সব ষড়যন্ত্র থেকে স্বেচ্ছাসেবক লীগকে সতর্ক থাকতে হবে।
নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এইচ এম জিয়াউদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৩
পরবর্তী নিবন্ধদোহাজারীতে ফুটবল খেলায় দু পক্ষের মারামারি, আহত ৯