স্বর্ণের দাম কমল ভরিতে ১,৫১৬ টাকা

| রবিবার , ২০ জুন, ২০২১ at ১০:১৭ পূর্বাহ্ণ

প্রায় একমাসের ব্যবধানে দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমেছে। এখন ২২ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭১ হাজার ৯৬৭ টাকা। বর্তমানে এই মানের স্বর্ণের ভরির দাম ৭৩ হাজার ৪৮৩ টাকা। খবর বাংলানিউজের।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, সব ধরনের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমানো হয়েছে। ২০ জুন (আজ) থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ।
তিনি বলেন, করোনাকালীন বিশ্ব অর্থনীতির জটিল সমীকরণের মধ্যে অস্থির আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় দেশের বাজারে অচলাবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে স্বর্ণের দাম কমানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশুলকবহরে ৫৭ লাখ টাকার ইয়াবা উদ্ধার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৩