পটিয়ায় ১৪৫ টি প্রাইমারি স্কুলের ভবন নির্মাণ করা হয়েছে

স্কুল ভবন উদ্বোধনে হুইপ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১৯ জুন, ২০২১ at ১০:৪৩ পূর্বাহ্ণ

হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পটিয়ায় ৫ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। পটিয়ার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছি। বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তরে কেরানির টেবিলে টেবিলে ঘুরে উন্নয়ন আদায় করে নিই। পটিয়ায় ১৫২ টি প্রাইমারী স্কুল রয়েছে। এর মধ্যে বিগত ১৫ বছরে ১৪৫ টির ভবন নির্মাণ করা হয়েছে। বাকিগুলোর কাজ শীঘ্রই শেষ করা হবে। তিনি গতকাল শুক্রবার উপজেলার নাইখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন ও শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসিত বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মর্তুজা কামাল মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ইউএনও ফয়সাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমদ, উপজেলা আওয়ামী লীগের সি. সহ সভাপতি আবদুল খালেক, সহ-সভাপতি শাহাদাত হোসেন ফরিদ, ইউপি চেয়ারম্যান গাজী ইদ্রিস, সাইফুল ইসলাম চৌধুরী, হুইপের সহকারী
একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, সৈয়দ খুরশিদ, সাইফুল ইসলাম টিটু, আবুল বশর চৌধুরী, আবুল কালাম, বিএম জসিম, মো. ইব্রাহিম, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্মআহ্বায়ক ইমরান উদ্দিন বশির, লোকমান খান, মো. ফোরকান, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সবুজ মেম্বার, সাধারণ সম্পাদক মো. হাসান, মো. আলমগীর, আবদুর রাজ্জাক রানা, ইয়ার মো. বাবর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধউৎস থিয়েটার ট্রেনিং ইউনিটের কর্মশালা শুরু
পরবর্তী নিবন্ধখুলশীতে গাঁজা বিক্রেতা গ্রেপ্তার