ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে গতকাল শুক্রবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট নির্বাচনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও জনমত জরিপে এগিয়ে রয়েছেন রক্ষণশীল শিয়া ধর্মীয় নেতা ইব্রাহিম রেইসি। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে রাত ১২টা পর্যন্ত। আজ শনিবার নির্বাচনের ফল ঘোষণা করার কথা রয়েছে।
ইব্রাহিম রেইসির প্রতিদ্বন্দ্বী দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মধ্যপন্থি নেতা আবদোলনাসের হেম্মাতি। পাশাপাশি একইদিনে গ্রাম ও শহর পরিষদের মূল নির্বাচন এবং পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল রাজধানী তেহরানের একটি কেন্দ্রে ভোট দিয়ে জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে তিনি বলেন, শত্রুরা নির্বাচনে জনগণের উপস্থিতি কমিয়ে দিয়ে ইরানকে সন্ত্রাসবাদের লালনভূমিতে পরিণত করতে চায়। কিন্তু ইরানি জনগণ সে ষড়যন্ত্র সফল হতে দেবে না।