বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে নিজ নিজ দেশের মধ্যে জনপ্রিয়তায় সবচেয়ে এগিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনার প্রকোটে বারবার সমালোচনার মুখে পড়লেও খুব একটা প্রভাব ফেলেনি তার ব্যক্তি ইমেজে। এমনই তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক সমীক্ষায়। ‘মর্নিং কনসাল্ট’ নামক এক মার্কিন ডেটা ইন্টেলিজেন্স ফার্মের সমীক্ষা বলছে এখনও ৬৬ শতাংশ মানুষ ভরসা করেন মোদির উপর। ভরসা হারিয়েছেন ২৮ শতাংশ মানুষ। ভারতের ২,১২৬ প্রাপ্তবয়স্কের উপর এই সমীক্ষা চালানো হয়েছিল। এই সমীক্ষা বিশ্বের ১৩টি দেশে হয়। সেই তালিকায় শীর্ষে রয়েছেন মোদি। মোদি পেছনে ফেলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রাজিল, ফ্রান্সের মতো দেশের রাষ্ট্রপ্রধানদের। ‘গ্লোবাল অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার’-এ মোদির নিচেই রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তার উপর ভরসা দেখিয়েছেন ইতালির ৬৫ শতাংশ মানুষ। এরপরই তালিকায় রয়েছেন মেঙিকোর প্রেসিডেন্ট অ্যান্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর। তার উপর ভরসা রেখেছেন ৬৩ শতাংশ মানুষ। এরপর তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।












