জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগের দুটি খেলা সম্পন্ন হয়েছে গতকাল। বালিকা বিভাগের দুটি ম্যাচই অনুষ্ঠিত হতে পারেনি। একটি ম্যাচে এক দল আর অপর ম্যাচে দু দলই ছিল অনুপস্থিত। এদিকে বালক বিভাগের সকালে অনুষ্ঠিত ম্যাচে কোতোয়ালী দল ৪-১ গোলে ডবলমুরিং দলকে পরাজিত করে। কোতোয়ালীর পক্ষে ফারহান দুইটি সাকিবুল ও আব্দুর রহিম একটি করে গোল করে । অন্যদিকে ডবলমুরিং থানার পক্ষে রাকিব হোসেন একটি গোল পরিশোধ করে। বালক বিভাগের বিকেলে অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম উত্তর জোনের ফটিকছড়ি উপজেলা ৩-০ গোলে সীতাকুন্ড উপজেলাকে পরাজিত করে। ফটিকছড়ির উপজেলার পক্ষে রকিবুল হাসান সৈকত, মো: ইকবাল ও সাজ্জাদ হোসেন জিহাদ প্রত্যেকে একটি করে গোল করে।
এদিকে বালিক বিভাগের সকালের ম্যাচটি হওয়ার কথা ছিল ফটিকছড়ি উপজেলা এবং সীতাকুন্ড উপজেলার মধ্যে। কিন্তুসে ম্যাচে ফটিকছড়ি উপজেলা অনুপস্থিত থাকায় সীতাকুন্ড উপজেলা ওয়াকওভার লাভ করে। বিকেলে বালিকা বিভাগের অপর ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল সাতকানিয়া উপজেলা ও চন্দনাইশ উপজেলার । কিন্তু দু’দলের কেউই মাঠে ছিল আসেনি। ফলে ম্যাচটি বাতিল হয়। এদিকে জাতির পিতার নামে আয়োজিত এই টুর্নামেন্টটি নিয়ে উঠছে নানা প্রশ্ন। টুর্নামেন্টটি অনূর্ধ্ব-১৭ বয়সীদের নিয়ে হওয়ার কথা থাকলেও খেলছে বেশি বয়ষী খেলোয়াড়রা। অথচ দুই দফা বাছাই করে নাকি এদের মাঠে নামতে দেওয়া হয়েছে। কিন্তুকি বাছাই করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। অথচ এই টুর্নামেন্টের মাধ্যমে তৃণমুল থেকে খেলোয়াড় বের করে আনাটাই ছিল লক্ষ্য। কিন্তু মাঠে দেখা যাচ্ছে একেবারে পরিপক্ক ফুটবলাররাই খেলছে বিভিন্ন দলের হয়ে। গতকাল জেলা ক্রীড়া সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তা বললেন যে উদ্দেশ্য নিয়ে টুর্নামেন্টটি শুরু করা হয়েছিল সেটা পুরন হচ্ছেনা। তাছাড়া মাত্র দশ দিনে শেষ করতে হচ্ছে ৩৮টি ম্যাচ। প্রতিদিন চারটি করে খেলা। ফলে আয়োজনটি কেবলই আয়োজনের জন্য আয়োজন হয়ে থাকছে। সত্যিকারের লক্ষ্য অর্জিত হচ্ছেনা বলে মনে করছেন অনেকেই। তাই লক্ষ্য অর্জনের পথে যেতে হলে আরো আন্তরিক হওয়া প্রয়োজন বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা।
আজ চারটি খেলা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে নয়টায় বালিকা বিভাগে হাটহাজারী এবং মিরসরাই পরষ্পরের মোকাবেলা করবে। বালক বিভাগের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ১০.৩০ টায় বন্দর বনাম চান্দগাঁও, বিকাল ৩ টায় হাটহাজারী বনাম মিরসরাই এবং বিকাল ৪.৩০ টায় সন্দ্বীপ বনাম রাঙ্গুনিয়া ।