ভোরের ছিনতাইকারী জাম্বু জামাল দুই সহযোগীসহ গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ জুন, ২০২১ at ৬:২৪ পূর্বাহ্ণ

নগরীর তালিকাভুক্ত ছিনতাইকারী মো. জামাল প্রকাশ জাম্বু জামালকে (৪০) দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি ছোরা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার বাকি দুইজন হলেন- মো. তানভীর হোসেন প্রকাশ রুবেল (২৪) ও মো. জাকির হোসেন (২৬)। গতকাল বৃহস্পতিবার সকালে আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। পুলিশ জানিয়েছে, জাম্বু জামালের চক্রটি ভোরে বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীদের টার্গেট করে বলে চট্টগ্রামে তারা ভোরের ছিনতাইকারী নামে পরিচিত। জাম্বু জামালের বাহিনী খুবই হিংস্র। গ্রুপে ৫ জন সদস্য রয়েছে। জাম্বুর বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ১০টি মামলা ও তার সহযোগী রুবেলের বিরুদ্ধেও ১০টি মামলা রয়েছে। অপর সহযোগী জাকির ১ মামলার আসামি। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধওয়াকফ প্রশাসন মতোওয়াল্লীদের সার্বিক সহযোগিতা করবে
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে রোকসানা আক্তার হিরা ফাউন্ডেশনের সুরক্ষা সামগ্রী বিতরণ