চট্টগ্রাম শহরের বাসিন্দাদের কাছে প্রতিবছরই জলাবদ্ধতা এক চরম দুর্ভোগের নাম। শুধু বর্ষা নয়, সামান্য বৃষ্টিতেই সড়কগুলো কোমর সমান পানিতে ডুবে থাকে। জলাবদ্ধতা যাতায়াত সংকট যেমন তৈরি করেছে তেমনি খেটে খাওয়া অসহায় মানুষদের জন্যও এক অভিশাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জলাবদ্ধতা নিরসনের জন্য অনেক প্রকল্প ও পরিকল্পনা নেওয়া হলেও সঠিক বাস্তবায়নের অভাবে নগরবাসীর দুর্ভোগ যায়নি। অপরিকল্পিত ও অপর্যাপ্ত স্যুয়ারেজ ব্যবস্থা, শহরের খাল দখল, জলাভূমি ভরাট এবং পলিথিনের অধিক ব্যবহার জলাবদ্ধতার প্রধান কারণ। রাস্তাঘাটে পলিথিন, প্লাস্টিকসহ আবর্জনা যত্রতত্র ফেলার কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গিয়েছে। জলাবদ্ধতা নিরসনে আমাদের পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে। শহরের খাল, পুকুর, ডোবা, জলাশয় দখলমুক্ত করতে হবে। নদীর সাথে ইন্টারলিংক সিস্টেমে খালগুলোকে যুক্ত করে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব। জলাবদ্ধতা নিরসনে যেমন সরকার ও সিটি কর্পোরেশনকে এগিয়ে আসতে হবে তেমনি সাধারণ মানুষেরও উচিত জলাবদ্ধতা সৃষ্টি হোক এমন কাজ থেকে দূরে থাকা। সকলের সম্মিলিত চেষ্টায় একমাত্র পারে চট্টগ্রামবাসীর এই দুর্ভোগ কাটিয়ে দিতে।