তিনি আর বিপিসিতে আসবেন না

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ জুন, ২০২১ at ৫:৫৩ পূর্বাহ্ণ

গত ৩০ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরীকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) পরিচালক হিসেবে বদলি করা হয়। কিন্তু বর্তমান কর্মস্থল থেকে ছাড় পেতে বিলম্ব হচ্ছিল তাঁর। অন্যদিকে একই সময়ে পৃথক আদেশে বিপিসির আরেকজন পরিচালককে বদলি করা হলে তিনিও অবমুক্ত হননি। যে কারণে আলতাফ হোসেন চৌধুরীর বিপিসিতে যোগদান কিছুটা বিলম্বিত হচ্ছিল। কিন্তু প্রকৃতির নিয়মে তিনি আর বিপিসিতে আসবেন না। গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর তেজকুনি পাড়ার বাসায় তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল(ইন্নালিল্লাহে–রাজেউন) করেন।
আলতাফ হোসেন চৌধুরী ২০১৮-১৯ সালেও কিছুদিনের জন্য বিপিসির পরিচালক (অর্থ) হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি বিপিসির আর্থিক ব্যবস্থাপনায় শৃংখলা আনার উদ্যোগ নিয়েছিলেন। চেয়ারম্যানের সহযোগিতায় ওই সময়ে তিনি বিতরণ কোম্পানিতে দীর্ঘদিনের বকেয়া আদায়ে কঠোর হন। ফলে বিতরণ কোম্পানিগুলো থেকে প্রায় ৭ হাজার কোটি টাকার বকেয়া আদায় করে বিপিসি। ভ্যাট প্রশাসনকে পরিশোধ করা হয় বকেয়া ভ্যাটের টাকাও।
তার সহকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, প্রশাসনের ১১তম ব্যাচের কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী একজন বিনয়ী, ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। এর আগে তিনি চট্টগ্রামের বোয়ালখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম ওয়াসার সচিবের দায়িত্বও পালন করেছিলেন। তাঁর মৃত্যুতে বিপিসি’র পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন চেয়ারম্যান এবিএম আজাদ, পরিচালক (অপারেশন ও পরিকল্পনা) সৈয়দ মেহদী হাসান, পরিচালক (অর্থ) শহীদুল আলম, উর্ধতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) ইউসুফ হোসেন ভুঁইয়া, মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মুস্তফা কুদরত-ই ইলাহী, মহাব্যবস্থাপক (হিসাব) এটিএম সেলিম, মহাব্যবস্থাপক (বন্টন ও বিপণন) আবুল কালাম আজাদ, মহাব্যবস্থাপক (অর্থ) মণি লাল দাশ, মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী রাশেদ কাউছারসহ কর্মকর্তাবৃন্দ। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদ এক্সেস রোডে পিটুপি এক্সপেরিয়েন্স সেন্টারের যাত্রা শুরু
পরবর্তী নিবন্ধজুলাইয়ে আবার গণ টিকাদান শুরুর আশা মুখ্য সচিবের