ফিশারীঘাটে জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ ও বিক্রি

৬ ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ জুন, ২০২১ at ৫:৪৫ পূর্বাহ্ণ

নগরীর ফিশারীঘাটে জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ ও বিক্রির দায়ে ৬ জন ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় জেলিযুক্ত ৩০০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টা থেকে ৯ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন- মো. নাসির, সজন দাশ, মো. রিপন, মো. গোলাম মোস্তফা, সুমন সরকার ও অসিদ চক্রবর্তী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা বলেন, অভিযানে গেলে জেলিযুক্ত চিংড়ি বিক্রি করতে দেখি। একপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারা অনুযায়ী ৬ জনকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করি। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সিএমপি পুলিশের পৃথক দুটি টিম উপস্থিত ছিল।

পূর্ববর্তী নিবন্ধটুথব্রাশ দিয়ে চোখে আঘাত, আহত যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধফয়’স লেকে তিনজনকে পৌনে ৮ লাখ টাকা জরিমানা