টিকার দুই ডোজের ব্যবধান বৃদ্ধিতে সায় ছিল না ভারতের বিজ্ঞানীদের

| বৃহস্পতিবার , ১৭ জুন, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকার দুই ডোজের মধ্যে সময় দ্বিগুণ বাড়ানোর বিষয়ে ভারতের সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা ছাড়াই করা হয়েছে। টিকাদান বিষয়ে জাতীয় কারিগরি পরামর্শক দলের (এনটিএজিআই) তিন সদস্য রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। খবর বিডিনিউজের।
চলমান মহামারীর দ্বিতীয় ঢেউয়ে নাকাল ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় ১৩ মে কোভিশিল্ডের দুটি ডোজ গ্রহণের মধ্যবর্তী সময় ছয় থেকে আট সপ্তাহ থেকে বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করে। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল দেশটিতে চাহিদার বিপরীতে টিকার সরবরাহ কমে যাওয়ায় এবং করোনাভাইরাসের সংক্রমণের হার ব্যাপকভাবে বেড়ে যাওয়ার মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এনটিএজিআইয়ের সুপারিশ এবং ব্রিটেনের তথ্য-উপাত্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দাবি করা হয়। তবে এনটিএজিআই পর্ষদের তিন বিজ্ঞানী জানিয়েছেন, এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য পর্ষদের হাতে পর্যাপ্ত তথ্য-উপাত্ত ছিল না।

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় আল শাবাবের আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৫
পরবর্তী নিবন্ধগাজায় ফের ইসরায়েলের হামলা