উত্তর কোরিয়ার সার্বিক অর্থনীতির উন্নতি হলেও করোনাভাইরাস মহামারী ও গত বছরের টাইফুনের কারণে খাদ্য পরিস্থিতি ‘কঠিন’ হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন। তিনি এ পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বলে গতকাল বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে। খবর বিডিনিউজের।
বার্তা সংস্থা কেসিএনএর ভাষ্য অনুযায়ী, অথনৈতিক সমস্যা সমাধানের জন্য গ্রহণ করা প্রধান নীতি ও সেগুলো বাস্তবায়ন বিষয়ক অগ্রগতি পর্যালোচনার জন্য মঙ্গলবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির একটি বৈঠক হয়, এতে সভাপতিত্ব করেন কিম। ফেব্রুয়ারিতে আগের বৈঠকে খাদ্য ও ধাতুর উৎপাদন বাড়ানোসহ নতুন পঞ্চবার্ষিক অর্থনৈতিক পরিকল্পনায় বিভিন্ন লক্ষ্য ও কর্মসূচি নির্ধারণ করেছিল এ কমিটি। কিম বলেছেন, চলতি বছরের প্রথমার্ধে সার্বিক অর্থনীতির উন্নতি হয়েছে। মোট শিল্প উৎপাদন এক বছর আগের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে। কিন্তু বেশ কয়েকটি বাধার কারণে পরিকল্পনা বাস্তবায়নে পার্টির উদ্যোগে ‘ধারাবাহিক বিচ্যুতি’ ঘটেছে। এর মধ্যে খাদ্য সরবরাহ পরিস্থিতি টানটান অবস্থায় আছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।