নগরীতে দুই রোহিঙ্গাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ইয়াবা, ৪টি মোবাইল ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আজিজ (২৩), গোলবাহার আক্তার (৩৮), সাইফুল ইসলাম (২৪), নিজাম খান শুভ (২৮) ও মো. রবিউল হোসেন (২২)। এদের মধ্যে মো. আজিজ ও গোলবাহার আক্তার সম্পর্কে মা ছেলে এবং রোহিঙ্গা বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম উদ্দীন আজাদীকে বলেন, গ্রেপ্তারকৃতরা টেকনাফ ও উখিয়া থেকে ইয়াবা সংগ্রহ করে নগরীর বিভিন্ন এলাকায় খুচরায় বিক্রি করছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।