খেলাঘর প্রেসিডিয়াম সদস্য মোখলেসুর রহমানের ইন্তেকাল

| বৃহস্পতিবার , ১৭ জুন, ২০২১ at ১০:২৫ পূর্বাহ্ণ

জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান সাগর ঢাকায় একটি বেসরকারি ক্লিনিকে গতকাল বিকেলে ইন্তেকাল (ইন্নালিল্লাহে–রাজেউন) করেছেন। তাঁর মৃত্যুতে খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী দেলোয়ার মজুমদার, প্রকৌশলী রথীন সেন, সদস্য রেজাউল কবীর, প্রদীপ ভট্টাচার্য্য, অধ্যাপিকা রোজী সেন, মহানগর কমিটির সভাপতি প্রফেসর ড.গাজী সালেহ উদ্দীন, সাধারণ সম্পাদক এ.এস.এম জাহিদ হোসেন, দক্ষিণ জেলার সভাপতি সাংবাদিক জসীম চৌধুরী সবুজ, সাধারণ সম্পাদক অধ্যাপক বিপ্লব বসু, উত্তর জেলার সভাপতি সাংবাদিক খোরশেদ আলম, সহ সভাপতি ডিজাইনার রওশন আরা চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম.এ কাশেম এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। এতে নেতৃবৃন্দ বলেন- খেলাঘর আন্দোলনে মোখলেসুর রহমান সাগরের মৃত্যুতে এক শূন্যতার সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধআবদুছ সামাদ সিকদার
পরবর্তী নিবন্ধডা. আবদুল করিমের সহধর্মিণীর ইন্তেকাল