প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বিষ বলে গণ্য। জীবনে চলার পথে কাজের প্রয়োজনে সকল মানুষের সাথে মিশতে হয় ও চলতে হয়। হুট করে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ভালো মন্দ বিচার করে পথ চলতে হয়। তাই সব কিছুর একটা সীমা আছে। ছেলেদের চেয়ে মেয়েদের মাথায় বেশি রাখতে হবে সে বিষয়টি। একটি ছেলে যেকোনো জায়গায় গেলে সমাজের মুখে তেমন একটা প্রভাব পড়ে না। কিন্তু কোন মেয়ে যদি ডিজে পার্টি হোটেল কিংবা বন্ধুদের আড্ডায় যাই তাহলে অনেক কথাই চলে আসে। বর্তমানে পত্রিকার পাতায় অহরহ যে নারী নির্যাতনের খবরগুলো আসে সেখানে প্রায় সবগুলো ঘটনা হয়তো যৌন লালসা নয়তো অর্থের লিপ্সা খপ্পরের শিকার হয়ে আত্মহত্যার মতো জঘন্যতম ঘটনা ঘটাতে বাধ্য হচ্ছে। উচ্ছৃঙ্খল জীবনযাপন মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাবে; এটা কিন্তু ধ্রুব সত্য। তাই প্রতিটি পরিবারকে আরো সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে সন্তানের প্রতি। ধর্মীয় আচার মানে সীমার বাইরে যেন কেউ না যায় ।