পরীমনিকে নির্যাতনের অভিযোগের ঘটনাস্থল ঢাকা বোট ক্লাবের ভিডিও ফুটেজ দেখে পুলিশ বলছে, সেখানে ঢোকার প্রায় পৌনে দু’ঘণ্টা পর এই চিত্রনায়িকাকে ‘ধরাধরি’ করে বের করতে হয়েছে। পুলিশ বলছে, সংগৃহীত ভিডিও ফুটেজ থেকে এটা নিশ্চিত হওয়া গেছে, ওই রাতে বোট ক্লাবের ভেতরে ‘কিছু’ একটা ঘটেছে।
ঢাকা জেলার পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী বলেন, কালো রঙের একটি গাড়িতে ওই রাত ১২টা ২২ মিনিটে পরীমনি ক্লাবে ঢোকেন, আর বের হন ১টা ৫৯ মিনিটে। বের হওয়ার সময় তাকে দু’জন চ্যাংদোলা করে বের করতে দেখা যায়। বোট ক্লাবে ওই রাতের ভিডিও ফুটেজ দেখেছেন এমন আরেক পুলিশ কর্মকর্তা বলেন, কালো রঙের গাড়ি থেকে নেমে স্বাভাবিকভাবে হেঁটেই বোট ক্লাবে ঢুকতে দেখা যায় পরীমনিকে। কিন্তু এক ঘণ্টা ৩৭ মিনিট পর তার হাত ও পা ধরে দু’জন ধরাধরি করে সাদা রঙের একটি গাড়িতে তুলে দেন। খবর বিডিনিউজের।
৮ জুন মাঝরাতের ঘটনার ছয়দিন পর সোমবার পরীমনি সাভার থানায় ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। গোয়েন্দা পুলিশ ওই দিনই এই দু’জনসহ পাঁচ জনকে গ্রেপ্তার করে। বর্তমানে এই দুজন মাদক মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন।
বোট ক্লাবের যে বারে পরীমনির অভিযোগ অনুসারে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের মাধ্যমে হত্যাচেষ্টা করা হয়েছে সেই ‘বারে’ কোনো সিসি ক্যামেরা নেই। তাই পুলিশের হাতে থাকা ভিডিও ফুটেজে ওই রাতে আসলে কী ঘটেছিল সেই চিত্র নেই। তবে ওই বারে পরীমনির সঙ্গে থাকা তার কস্টিউম ডিজাইনার জিমি মোবাইল ফোনে ১৫ সেকেন্ডের ধস্তাধস্তির একটি ভিডিও করেছিলেন। এতে ভরাট পুরুষ কণ্ঠে গালমন্দ ও হই-হুল্লোর শোনার কথা বলেছেন পুলিশ কর্মকর্তারা।
তদন্তের অগ্রগতি নিয়ে জানতে চাইলে ঢাকা জেলার পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী আরও বলেন, ভেতরের বারে কোনো সিসি ক্যামেরা নেই। তাই ভেতরের চিত্র পাওয়া যায়নি।
অপরদিকে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গুলশানের একটি ক্লাবে ভাংচুরের অভিযোগ উঠেছে। ঢাকা বোট ক্লাবের ঘটনার আগের দিন ৭ জুন মধ্যরাতে গুলশানের অল কমিউনিটি ক্লাবে পরীমনি ‘গ্লাস ও অ্যাসট্রে ভেঙ্গেছেন’ বলে অভিযোগ এই ক্লাবের সভাপতি কে এম আলমগীর ইকবালের। তার ভাষ্য, চিত্রনায়িকার আচরণ গ্রহণযোগ্য না হওয়ায় ক্লাব থেকে চলে যেতে বলা হলে তিনি ক্ষিপ্ত হয়ে ভাংচুর করেন। এমন অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে পরীমনি বলেন, ইস্যু ঘোরানোর জন্য আমার বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হয়েছে। আমার বিরুদ্ধে কোনো জিডিই হয়নি। আমাকে নিয়ে চক্রান্ত চলছে। অল কমিউনিটি ক্লাব কর্তৃপক্ষ ওই সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা চাইলেও পরে আনুষ্ঠানিকভাবে গুলশান থানায় কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি করেনি। পরীমনিও পরে কোনো অভিযোগ করেননি বলে পুলিশ কর্মকর্তারা জানান।
পরীমনিকে পাশবিক নির্যাতন ও হত্যা চেষ্টার ঘটনায় গ্রেফতার তুহিন সিদ্দিকী অমির দুই সহযোগী বাছির ও মশিউর মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার তাদের ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর পাসপোর্ট আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ।