দুই দফায় বাংলাদেশকে ১১ লাখ টিকা উপহার স্বরূপ দিয়েছে চীন সরকার। সিনোফার্মের তৈরি এ টিকার প্রয়োগও শুরু হয়েছে ঢাকায়। এবার এ টিকার প্রয়োগ শুরু হবে চট্টগ্রামে। আগামীকাল শুক্রবার সকালে ৯১ হাজার ২শ ডোজ টিকা চট্টগ্রামে আসছে। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, শুক্রবার সকালে টিকা পৌঁছে যাবে বলে আমাদের জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ড স্টোরে এসব টিকা সংরক্ষণ করা হবে।
স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, সিনোফার্মের এ টিকা প্রথম ডোজ হিসেবে দেয়া হবে। তবে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ টিকা প্রাপ্তির ক্ষেত্রে এবার অগ্রাধিকার তালিকায় থাকছেন। এছাড়া মুক্তিযোদ্ধাদের পাশাপাশি করোনায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, পুলিশ ও সাংবাদিকদের মধ্য থেকে কেউ যদি টিকা না পেয়ে থাকেন, তবে তারাও অগ্রাধিকার ভিত্তিতে এ টিকার প্রথম ডোজ পাবেন।
এর বাইরে টিকার জন্য পূর্বে অনলাইনে নিবন্ধনকারীরাও এ টিকা গ্রহণের সুযোগ পেতে পারেন। যদিও এ সংক্রান্ত চূড়ান্ত নির্দেশনা এখনো হাতে আসেনি বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, এবার মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদানের কথা রয়েছে। হয়তো বৃহস্পতিবারের মধ্যেই এ সংক্রান্ত নির্দেশনা আমরা পেয়ে যাবো।
চীনা এ টিকা প্রথম ডোজ হিসেবে দেয়া হলেও এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার প্রথম ডোজ টিকা গ্রহীতাদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানান সিভিল সার্জন। তিনি বলেন, চীনা টিকা প্রথম ডোজ হিসেবে দেওয়া হতে পারে। তবে এর আগে যারা অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার প্রথম ডোজ নিয়েছেন, কিন্তু দ্বিতীয় ডোজ পাননি; তাদের বিষয়ে এখনো আমরা কোনো সিদ্ধান্ত পাইনি।
প্রসঙ্গত, এর আগে দুই দফায় সব মিলিয়ে ৮ লাখ ডোজের সামান্য বেশি টিকা পায় চট্টগ্রাম। ৭ ফেব্রুয়ারি প্রথম ডোজ টিকাদান উদ্বোধনের পর গত ৮ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয় চট্টগ্রামে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চট্টগ্রামে এ পর্যন্ত ৩ লাখ ৪৫ হাজারের মতো টিকাগ্রহীতা তাদের দ্বিতীয় ডোজ নিয়েছেন। এর আগে চট্টগ্রামের (মহানগরসহ জেলায়) মোট ৪ লাখ ৫৩ হাজার ৭৬০ জন মানুষ টিকার প্রথম ডোজ নেন। হিসেবে প্রথম ডোজ নেয়া আরো প্রায় লক্ষাধিক টিকাগ্রহীতা দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন। এরই মাঝে প্রথম ডোজ গ্রহণের পর অনেকের সময়ের ব্যবধান তিন মাস পার হতে চলেছে। অনেকের আরো বেশি। কিন্তু দ্বিতীয় ডোজ আদৌ পাবেন কিনা, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।