ফিরোজ শাহ কলোনি মসজিদের খতিব গ্রেফতার

আজাদী অনলাইন | বুধবার , ১৬ জুন, ২০২১ at ১:৪৭ অপরাহ্ণ

জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্তার অভিযোগে নগরের ফিরোজ শাহ কলোনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. শামীমুর রহমানকে (৪৩) গ্রেফতার করেছে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপপরিদর্শক (এসআই) রাছিব খান।

তিনি বলেন, সিরিয়াফেরত জঙ্গি সাখাওয়াত আলী লালুর তথ্যের ভিত্তিতে গতকাল শামীমুর রহমানকে গ্রেফতার করা হয়। আজ (বুধবার) আদালতে হাজির করা হবে। পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করবেন।-বাংলানিউজ

মো. শামীমুর রহমান ফিরোজ শাহ কলোনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব এবং স্থানীয় একটি কওমি মাদরাসার শিক্ষক। তার বাড়ি গোপালগঞ্জে। ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত খতিব শামীমের বাসায় আনসার আল ইসলামের সাংগঠনিক বৈঠক হতো বলে জানায় পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধউচ্চশিক্ষার মানোন্নয়নে জাতীয় যোগ্যতা কাঠামো বাস্তবায়নে গুরুত্ব দেওয়া জরুরি
পরবর্তী নিবন্ধআধিপত্য বিস্তারের জেরে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ