গন্ডামারায় ইউপি সদস্যের উপর হামলার অভিযোগ

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১৬ জুন, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো. শরিফর (৫৫) উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. শরিফ বাদী হয়ে ৪ জনকে জ্ঞাত এবং আরো ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে বাঁশখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে গণ্ডামারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মো. শরিফ পূর্ব বড়ঘোনা ফজল করীম সড়কের সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকদের মজুরি দেয়ার জন্য হামিদ উল্লার টেক এলাকায় যায়। ওই সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার উপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে আহত ইউপি সদস্যের ছেলে আব্দুর রহমান সোহেল জানান, দুর্বৃত্তরা আমার বাবার উপর হামলা চালিয়ে শ্রমিকদের জন্য বরাদ্দকৃত মজুরি বাবদ রক্ষিত ৪ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আমরা থানায় অভিযোগ দিয়েছি।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, ইউপি সদস্যর উপর হামলার অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তপূর্র্বক আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ১০ রোগী পেল আর্থিক সহায়তা
পরবর্তী নিবন্ধনগরীকে স্মার্ট সিটি বানাতে কাজ করবে রবি ও চসিক