হাটহাজারী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। চোর এই দপ্তরের আলমারির তালা ভেঙে ৫ লাখ ৪০ হাজার টাকা নিয়ে গেছে বলে জানা যায়। খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রহুল আমিন ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার প্রতিদিনের মতো এই কার্যলয়ের কর্মরতরা কাজ শেষ করে দরজা জানালা বন্ধ করে অফিস শেষে চলে যায়। গতকাল মঙ্গলবার সকালে তারা এসে অফিসের কম্পিউটার কাম অফিস সহকারীর কক্ষের জানালার লোহার রড বাঁকানো দেখতে পায়। তাছাড়া তিনটি আলমারি তালা ভাঙা দেখতে পায়। ভাঙা আলমারি খোলার পর সেখানে রক্ষিত ৫ লাখ ৪০ হাজার টাকা নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ব্যাপারে ইউএনও রহুল আমিন বলেন, ঘটনাটি রহস্য জনক। পুলিশ তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন করতে পারবে বলে আশা করি।