চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৬ জুন, ২০২১ at ১০:৪৩ পূর্বাহ্ণ

হাটহাজারীতে চলন্ত বাস থেকে পড়ে মো. হানিফ (২৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের আমানবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, হাটহাজারী উপজেলা আমানবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবককে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধসিলেটে নতুন গ্যাসক্ষেত্রের অনুসন্ধান শুরু
পরবর্তী নিবন্ধ‘গার্ল গাইডস্‌ মানবিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে’