ওমানে করোনায় আক্রান্ত হয়ে হাটহাজারীর মো. মোরশেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ১১নং ফতেপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তফাজ্জল মেম্বারের বাড়ির আবদুল হাদির ছেলে। ২০১০ সালে তিনি বিয়ে করেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগ নেতা ইকবাল বাহার চৌধুরী।