কাল চকরিয়া উপজেলা আ.লীগের কর্মীসভা

কেন্দ্রের নির্দেশ

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ১৬ জুন, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাথে চকরিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য জাফর আলমের সৃষ্ট বিরোধ সম্প্রতি নিষ্পত্তি করে দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ। ঢাকায় দুইপক্ষকে ডেকে নিয়ে সেখানে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ভুল বোঝাবুঝির অবসানও করে দেওয়া হয়। এ সময় নির্দেশনা দেওয়া হয় আগামীকাল বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের কর্মীসভা করার জন্য। সেই নির্দেশনার আলোকে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দলের কর্মীসভা।
উক্ত কর্মীসভায় সভাপতিত্ব করবেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপি। প্রধান অতিথি থাকবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি।
এ ব্যাপারে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপি বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার বিকেল চারটায় মহাসড়ক সংলগ্ন গ্রীনভেলী কমিউনিটি সেন্টারে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হবে। এজন্য সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রকৃত আলেম নয়; গ্রেপ্তার হচ্ছে অপরাধীরা : ধর্মপ্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে পলাতক আসামি গ্রেপ্তার